নদীর উত্স মুখ খোঁজার তাগিদে
এই যে ফিরে যাওয়া
নোনা ধরা শ্যাওলা জমা দেওয়ালে
এখন ও হয়ত পাওয়া যাবে
সেই বালকের হাতের লেখা !
পরগাছার শক্ত আলিণ্গনে টিকে আছে
ছেডে দিলে চুরমার হয়ে যাবে
তবু সম্পর্কের দেওয়াল যত দিন
ঢেকে রাখে অবিশ্বাসের ঝোপ ঝাড় !
অনেক বার ভেবেছি পরিষ্কার করে
সাজিয়ে গুজিয়ে রাখব বাগানটাকে
কিন্তু শরীর দেয় না আর , বয়স হয়েছে
বেশ বুঝতে পারি , আর ফেরা হবে না !
এই যে ফিরে যাওয়া
নোনা ধরা শ্যাওলা জমা দেওয়ালে
এখন ও হয়ত পাওয়া যাবে
সেই বালকের হাতের লেখা !
পরগাছার শক্ত আলিণ্গনে টিকে আছে
ছেডে দিলে চুরমার হয়ে যাবে
তবু সম্পর্কের দেওয়াল যত দিন
ঢেকে রাখে অবিশ্বাসের ঝোপ ঝাড় !
অনেক বার ভেবেছি পরিষ্কার করে
সাজিয়ে গুজিয়ে রাখব বাগানটাকে
কিন্তু শরীর দেয় না আর , বয়স হয়েছে
বেশ বুঝতে পারি , আর ফেরা হবে না !
No comments:
Post a Comment