Wednesday, 15 June 2016

তুমি ই পার

অনেক দিন পরে বাংলা তে কবিতা লেখার ইচ্ছা হলো

কেবল তুমি ই পার , আমাকে
শুকনো পাতার মত উডিযে দিতে
অথবা সবুজ বসন্তে ভরে দিতে
তোমার অনেক ক্ষমতা

তোমার উষ্ণতা প্রবেশ করে
আমার ভেতরে ভরাট করে তলে
সব অপূর্ণতা আমার
যত ফাঁক ফোঁকড় , শিকড় বাকড়

যত অজানা সুখ যা কেবল তুমি ই পার
দিতে আমাকে অবেলায়
দিনের আলোতে সকলের মাঝে
ভিজিয়ে দাও কোন বারি ধারায়

নশ্বর এ জীবন জানি
শেষ হতে হতে একদিন শেষ হয়ে যাবে
শুধু তুমি ই পার তাকে দিতে
এক নতুন প্রানের আহ্বান

No comments:

Post a Comment